‘বিরোধপূর্ণ’ জমি থেকে একটি মেহগনিগাছ কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। একপর্যায়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন একই গ্রামের দুটি পক্ষ, যা পরে সংঘাতে রূপ নেয়। এই বিরোধের জেরে একপর্যায়ে খুন হন দুই চাচাতো ভাই। ওই ঘটনায় মামলাও হয়। তবু গ্রামটিতে শান্তি ফেরেনি। ঘটনার প্রায় চার মাস পার হলেও প্রতিপক্ষের হামলা ও সহিংসতার ভয়ে অন্তত ৪১ পরিবারের দেড় শতাধিক মানুষ এখনো বাড়িছাড়া বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ এপ্রিল দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ওই দুজন খুন হন। তাঁরা হলেন, শরিফুল ইসলাম (৪০) ও তাঁর চাচাতো ভাই আইজুল ইসলাম (৩৫)।