মোঃ হযরত আলীঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে গাজীপুর থেকে এম কাজল খান ( সম্পাদক টপটেন নিউজ মিডিয়া) যুগ্ম মহাসচিব ও মোঃ রফিকুল ইসলাম ( সম্পাদক দুর্নীতি সংহার) সহকারী মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন।
সেই সাথে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ তাকে গাজীপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং নাম ঘোষণা করেন।
এব্যাপারে মোঃ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় সাংবাদিক সংস্থার সাথে সম্পৃক্ত আছি। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি ২০২৫ ইং সালে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অতীতের সকল কমিটি থেকে সম্পুর্ন ব্যতিক্রম। এবছর ২০২৫-২০২৮ মেয়াদে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সারাদেশ থেকে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে। তাছাড়া সহযোদ্ধা প্রবীণ সাংবাদিক এম কাজল ভাই বহু অভিজ্ঞতা সম্পুর্ন ব্যক্তি, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্দেশ ও কাজল ভাইয়ের সার্বিক সহযোগিতায় কেন্দ্রের নীতি অনুসরণ করে গাজীপুরে কর্মরত বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের নিয়ে সুন্দর এবং শক্তিশালী একটি জেলা কমিটি গঠন করা হবে।
শপথ গ্রহণ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সাংবাদিক জারিন মনজুম মৌ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব’র ভাই আবুল আহসান মোঃ আজরফ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ ।